About Darul-Ma'arif !
জামেয়া সম্পর্কে
জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া ইসলামী শিক্ষা ও দাওয়াতভিত্তিক একটি প্রতিষ্ঠান। নতুন প্রজন্মকে যোগ্য শিক্ষক, প্রাজ্ঞ মুবাল্লিগ এবং মুসলিম সমাজের পথনির্দেশক রূপে গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। কুরআন-হাদীস তথা ইসলামী জ্ঞান-বিজ্ঞানের ধারক-বাহক আরবী ভাষার পণ্ডিত ও দাওয়াতী কাজে পারদর্শী একদল প্রাজ আলেমেদ্বীন তৈরি করাই এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। এ প্রতিষ্ঠানের শিক্ষা-প্রণালি ও দাওয়াতী কার্যক্রম পবিত্র কুরআন-সুন্নাহ এবং সালফে সালেহীনের আক্বীদা-বিশ্বাস ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত। এর সমুদয় তৎপরতা দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা'র চিন্তা-চেতনা ও দর্শনের সমন্বয়ে পরিচালিত। তাই এর আবেদন সার্বজনীন ও কর্মসূচি ব্যাপক।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশে তিলোত্তমার স্থান দখল করে আছে প্রাচ্যের রাণী চট্টগ্রাম। বিপুল সংখ্যক দ্বীনপ্রচারক, আউলিয়া-দরবেশ আগমনের ফলে এখানে ইসলামের জাগতিক ও আধ্যাত্মিক মূল্যায়ন ও অনুশীলনের অবকাশ সৃষ্টি হয়। তাই চট্টগ্রাম ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, নৈতিক-আধ্যাত্বিক এবং দ্বীনি-দাওয়াতি তৎপরতায় সমোজ্জ্বল। নদীমাতৃক এদেশের সর্বত্র যেমন নদ-নদীর জাল বিস্তৃত, তেমনি এর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে হাজার হাজার ইসলামী শিক্ষাকেন্দ্র। যুগ যুগ ধরে হক্কানী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ সমকালীন চাহিদার নিরিখে তা'লীমী ও দাওয়াতী কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছেন। বর্তমান যুগের দ্বীনি চাহিদার প্রেক্ষিতে সচেতন আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রমে ঈষৎ পরিমার্জনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিগত ১৯৮৪ ইং-এর এক শুভলগ্নে মুসলিম বিশ্বের অনন্য ইসলামী চিন্তানায়ক আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. যখন বাংলাদেশ সফর করেন, তখন তাঁর সাথে এদেশের খ্যাতনামা ইস্লামী শিক্ষাবিদ আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর বিশেষ আলোচনার ভিত্তিতে প্রখ্যাত আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিবর্গের সহায়তায় ১৯৮৫ সালে 'জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া' নামক একটি বহুমুখী গবেষণাধর্মী যুগোপযোগী আদর্শ শিক্ষাকেন্দ্রের গোড়াপত্তন হয়।
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- আল্লাহর অসীম রহমতে স্বল্প সময়ে এ প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে আশাতীত অগ্রগতি ও সফলতা অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের সনদপ্রাপ্ত একদল সুশিক্ষিত আদর্শবান তরুণ আলেম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর আরবী সাহিত্যসহ ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয়ে যুগোপযোগী পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে যোগ্যতার স্বাক্ষর রাখছেন ও সুচারুরূপে দাওয়াতী প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিশেষত দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার অধিকাংশ সুদক্ষ মেধাদীপ্ত তরুণ শিক্ষক তারই সাবেক কৃতী ছাত্র। অনুরূপ এ প্রতিষ্ঠান অবকাঠামোগত ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় পাঁচ একর জমিতে দারুল মা'আরিফ ক্যাম্পাস গড়ে ওঠেছে। ইতোমধ্যে বিশাল জামে মসজিদসহ পাকা ও সেমি পাকা দশটি ভবন নির্মিত হয়েছে। তন্মধ্যে চারতল বিশিষ্ট আল-কুরআন ইনস্টিটিউট ভবন, কসরে আত্মীয় একাডেমিক ভবন, নবনির্মিত অত্যাধুনিক দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের তিনতল বিশিষ্ট আল্লামা ইউসুফ কারযাভী গ্রন্থাগার ভবন এবং তাহফীজুল কুরআন ভবন অন্যতম। আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে জামেয়া দারুল মা'আরিফের খ্যাতি ও তার শিক্ষাক্রমের গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের প্রায় জেলার ছাত্র এতে অধ্যয়ন করছে। অপরদিকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মক্কা উমুল কুরা বিশ্ববিদ্যালয়, লিবিয়ার ত্রিপলীস্থ ওয়ার্ল্ড ইসলামিক কল কলেজ ও ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামাসহ বিশ্বের বেশ কটি বিশ্ববিদ্যালয় জামেয়ার সিলেবাস ও সার্টিফিকেটকে স্বীকৃতি প্রদান করেছে। ফলে এর সনদপ্রাপ্ত বিপুল সংখ্যক ছাত্র উল্লিখিত বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়ন করছে এবং অনেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দারুল মা'আরিফসহ দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে।